Dr. Neem on Daraz
Victory Day

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে উত্তেজনা


আগামী নিউজ | মাহমুদ হাসান , পটুয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৯, ১১:৪৭ এএম
পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে উত্তেজনা

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে চলছে নানান উত্তেজনা । সভাপতি ও সাধারন সম্পাদকের দুটি পদ ধরে রাখতে চেষ্টা, অপরদিকে প্রধান দুটি পদ ভাগিয়ে নিতে মাঠে সক্রিয় ভূমিকায় নেতৃবৃন্দ। 

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সম্মেলন ২ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা আওয়ামীলীগের ত্রি- বার্ষিক সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী শক্তিধর নেতা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসনাত আবদুল্লাহ।

প্রথান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি থাকবেন যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারন সম্পাদক সাবেক এমপি আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক পটুয়াখালীর কৃতি সন্তান এ্যাডভোকেট মোঃ আফজাল হোসেন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য গোলাম রাব্বানী চিনু।

প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম।

বক্তৃতা করবেন সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, মোঃ মহিব্বুর রহমান এমপি, অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, এসএম শাহজাদা এমপি, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী জাতীয় সংসদ সদস্য এড.মোঃ শাহজাহান মিয়া। সঞ্চালনা করবেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

 

এ সম্মলনে সভাপতি ও সাধারন সম্পাদক পদের সভাপতি পদ ধরে রাখতে জেলা কমিটির বর্তমান সভাপতি মোঃ শাহজাহান মিয়া এমপি তৎপর রয়েছেন। এ ছাড়াও সভাপতি পদের দায়িত্ব পেতে দৌড় ঝাপ ও তদবির চালাচ্ছেন জেলা পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট জহুরুল হক হলের দুই দুইবার ভিপি মোঃ খলিলুর রহমান মোহন মিয়া ও জেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সাবেক পৌর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মো: সুলতান আহমেদ মৃধা।

সাধারন সম্পাদক পদে বর্তমান ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর তিনি ভারপ্রাপ্ত মুক্ত হয়ে সাধারন সম্পাদকের দায়িত্ব লাভে আশাবাদী। এ পদে আসিন হতে চান পটুয়াখালী সরকারী কলেজে দুইবার নির্বাচিত সাবেক ভিপি, জেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমানে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ত্যাগি নেতা আঃ মন্নান ভিপি মন্নান। এ পদ বাগিয়ে নিতে চেষ্টা করছেন বর্তমান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বদরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, জেলা কৃষক লীগের সাবেক সাধারন সম্পাদক পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার।

 

আগামী নিউজ/ এসআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে