Dr. Neem on Daraz
Victory Day

খালেদা জিয়ার স্বাস্থ্য ও জামিন নিয়ে চিন্তিত বিএনপি


আগামী নিউজ | রফিক রাফি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২০, ১০:৩৪ পিএম
খালেদা জিয়ার স্বাস্থ্য ও জামিন নিয়ে চিন্তিত  বিএনপি

ঢাকা : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। অবিলম্বে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিনের আবেদন করে তা না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার পরিবার ও দলের নেতাকর্মীরা। বারবার জামিন আবেদন খারিজ করে দেয়ায় সরকারকেই দায়ি করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারা। প্যারোলে মুক্তিতেও তাদের আপত্তি নেই। তাঁর চিকিৎসার ব্যাপারে যে কোনোভাবেই হোক জামিন পেতে চান তারা। 

নেতারা বলছেন, এটা খুবই চিন্তার বিষয় যে খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না। দিন দিন তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটছে। জামিন না হওয়ায় তার স্বাস্থ্য নিয়ে আমরা খুবই চিন্তিত। জামিন পাওয়া যে কোনো মানুষের সাংবিধানিক অধিকার, কিন্তু তা দেয়া হচ্ছে না। যে কোনো সময় অনাকাঙ্খিত কিছু ঘটে যেতে পারে। এর দায় বিএসএমএমইউ কর্তৃপক্ষ এবং সরকারকেই নিতে হবে।

এর আগে বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন আদালত। শুক্রবার খালেদা জিয়ার জামিন ও স্বাস্থ্য নিয়ে দলের শীর্ষ নেতাদের সাথে আলাপকালে তারা এসব কথা বলেন।

আগামীনিউজ ডটকমের সঙ্গে আলাপকালে বেগম খালেদা জিয়ার চিকিৎসক ও নেতারা বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খুবই অসুস্থ। অন্তত মানবিক কারণে তাঁকে জামিন দেয়ার জন্য আমরা সরকারকে বলেছি। খালেদা জিয়ার স্বজনরা তার সাথে দেখা করে এসে বলেছেন বিদেশে চিকিৎসা করাতে চান। এজন্য বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন। পাশাপাশি বিদেশে চিকিৎসার আবেদন জানিয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। কিন্তু বিএসএমএমইউ কর্তৃপক্ষের রিপোর্টের কারণে আদালত তা খারিজ করে দিয়েছেন।’

বিএসএমএমইউর রিপোর্টে বলা হয়েছে, খালেদা জিয়ার ডায়বেটিক, হাইপার টেনশন, অ্যাজমা ও বাতের সমস্যা রয়েছে। তবে এগুলো নিয়ন্ত্রণে আছে। কিন্তু নতুন করে শুরু হয়েছে ব্যাক পেইন। এই সমস্যাগুলোর অ্যাডভান্সড ট্রিটমেন্টের জন্য খালেদা জিয়ার অনুমতি না থাকায় তা শুরু করা যায়নি।

তবে এই রিপোর্টের বিষয়ে বিএনপিপন্থী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার জামিন না হওয়ায় আমরা গভীরভাবে মর্মাহত। খালেদা জিয়াকে জামিন না দেয়া সরকারের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্রের অংশ।’

তিনি বলেন, ‘বিএসএমএমইউ কর্তৃপক্ষ কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের যে রিপোর্ট আদালতে পেশ করেছে তা প্রত্যাখান করেছি। এই রিপোর্ট অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীনিউজ ডটকমকে বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের যে অবস্থা তাতে অবিলম্বে উন্নত চিকিৎসা খুবই প্রয়োজন। এই মামলা জামিনযোগ্য অথচ জামিন দেয়া হচ্ছে না। এক দেশে দুই আইন চলছে। হাজার হাজার কোটি টাকা যারা মেরে দিয়েছে তাদের বিচার হচ্ছে না, জামিন হচ্ছে। অথচ রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে জামিন দেয়া হচ্ছে না।’

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। তার মুক্তির জন্য সাংবিধানিকভাবে যতো রকমের চেষ্টা করার আমরা সবই করছি। আইনগতভাবেও যতো রকম পথ আছে সব রকম চেষ্টা করে যাচ্ছি। বিএনপি চেয়ারপারসনের মুক্তির জন্য রাজপথে আন্দোলন ও আদালতে আইনগত ভাবে আমরা চেষ্টা চালিয়ে যাবো।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আগামীনিউজ ডটকমকে বলেন, ‘আমরা এখন এমন একটা দেশে বাস করছি যেখানে সব কিছু রাজনৈতিকভাবে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে চার বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিনযোগ্য মামলায় জামিন না দিয়ে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।’

এ বিষয়ে খালেদা জিয়ার চিকিৎসক, বিএনপির ভাইস চেয়ারম্যান ও ড্যাব নেতা ড. এজেডএম জাহিদ হোসেন আগামীনিউজ ডটকমকে বলেন, ‘জামিন না হওয়ায় ম্যাডামের স্বাস্থ্য নিয়ে আমরা খুবই চিন্তিত, হতাশ এবং ক্ষুদ্ধ। ম্যাডামের আগেই অনেক সমস্যা ছিলো। সেজন্য তিনি বিদেশে নিয়মিত চেকআপ করাতেন। কারাবন্দি হবার পর সেই সমস্যাগুলো আরো বেড়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে রিউমাট্রয়েড আর্থারাইটিস-আরএ মারাত্নক অবস্থায় রয়েছে। এটার চিকিৎসা যথাযথ না হওয়ার কারণে তিনি প্রায় পঙ্গু হয়ে গেছেন। ম্যাডাম বাম হাত দিয়ে ধরে কিছু খেতে পারেন না। নিজে নিজে কিছু করতে পারেন না। তার হাত বেঁকে গেছে। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। দাঁতের সমস্যা রয়েছে।’ ম্যাডামের যে অবস্থা তাতে কিছু হলে দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক আগামীনিউজ ডটকমকে বলেন, ‘জামিন না হওয়া বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য নিয়ে নেতাকর্মীরা খুবই চিন্তিত। সরকার তার প্রতিহিংসা বাস্তবায়ন করছে। রাজপথে আন্দোলনের মাধ্যমে ম্যাডামকে মুক্ত করা হবে।’

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগামীনিউজ ডটকমকে বলেন, ‘এটা গোটা বাংলাদেশের দুর্ভাগ্য যে ম্যাডামকে জামিন দেয়া হয়নি। আবারো তাঁকে তাঁর মানবাধিকার, মৌলিক, সাংবিধানিক ও আইনগত অধিকার থেকে বঞ্চিত করা হলো।’

তিনি বলেন, ‘দুই বছরের বেশি সময় ধরে কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসার অভাবে এখন প্রায় পঙ্গু হয়ে গেছেন। কেবল উন্নত চিকিৎসার জন্যই নয়, তিনি একজন মহিয়সী নারী, তাঁর বয়স, অসুস্থতাসহ সকল বিবেচনায় তিনি জামিনের যোগ্য হলেও জামিন পাচ্ছেন না।’

আগামীনিউজ/রাফি/সবুজ/মামুন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে