Dr. Neem on Daraz
Victory Day

গলায় ধোঁয়া-মশা-মাছি গেলে রোজা হবে?


আগামী নিউজ | ইসলাম ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ১০:৫৬ এএম
গলায় ধোঁয়া-মশা-মাছি গেলে রোজা হবে?

ঢাকাঃ রাস্তা-ঘাট, হাট-বাজারে, মাঠে কিংবা ছাদে হঠাৎ গলায় ধুলাবালি বা মশামাছি ঢুকে যেতে পারে। একইভাবে রান্নাবান্নাসহ বিভিন্নভাবে গলার ভেতরে ধোঁয়া চলে গেলে এতে অনেকেই সংশয়ে পড়তে পারেন যে, রোজা ভেঙে গেলো কি না। না, এতে বিচলিত হবার কিছু নেই।

অনিচ্ছাবশত গলায় মশা ধোঁয়া, ধুলাবালি, মশা, মাছি চলে গেলে রোজা ভঙ্গ হয় না। (শামি: খণ্ড ৩, পৃষ্ঠা-৩৬৬)

‘চাই তা পেটের ভেতরে চলে যাক না কেন। কেননা এগুলোকে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে না। যদিও মুখে তার স্বাদ অনুভব হয়।’ (ফতোয়ায়ে কাজিখান: ১/২৯৮)

আবদুল্লাহ ইবনে আববাস (রা.) এক লোকের কণ্ঠনালিতে মাছি ঢুকে গেলে তাকে বললেন, এতে তোমার রোজা ভঙ্গ হয়নি। (মুসান্নাফ ইবনে আবি শাইবা, খণ্ড: ৬, পৃষ্ঠা-৩৪৯, ফাতহুল কাদির, খণ্ড: ২, পৃষ্ঠা-২৫৮)

চুলায় রান্না করার সময় নাক-মুখ দিয়ে অনিচ্ছাকৃতভাবে ধোঁয়া প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না। তবে, ইচ্ছাকৃত ধোঁয়া নাক-মুখ দিয়ে প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। (হেদায়া: ১/১০৮, বাদায়েউস সানায়ে: ২/৯০)

সেই হিসেবে ধুমপান করলেও রোজা ভেঙে যাবে। এমনকি সামান্য পরিমাণ ধূমপান করলেও রোজা ভেঙে যাবে। আর স্বেচ্ছায় ধূমপান করার কারণে কাজা-কাফফারা উভয়টি অপরিহার্য হবে। (সূত্র: আদ্দুররুল মুখতার: ২/৩৯৫; হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর: ১/৪৫০; ইমদাদুল ফাত্তাহ-৬৮১)

আবদুল্লাহ ইবনে আববাস (রা.) ও ইকরিমা (রহ.) বলেন, ‘(পেটে) কোনো কিছু প্রবেশ করলে রোজা ভেঙ্গে যায়।’ (সহিহ বুখারি: ১/২৬০-তালিক)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের রোজার যাবতীয় হুকুম আহকাম মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে