Dr. Neem on Daraz
Victory Day

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ


আগামী নিউজ | আগামী নিউজ প্রতিবেদক প্রকাশিত: মে ১০, ২০২২, ১২:০৭ পিএম
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জঃ জেলার ফতুল্লায় গ্যাস রাইজারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ মে) ভোর ৫টায় ফতুল্লার পোস্ট অফিস এলাকার একটি টিনসেড ঘরে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. আনোয়ার হোসেন (৪০), মোছা. রোজিনা আক্তার (৩৫), রোমান (১৭), ও রোহান (৯)।

উদ্ধার করে নিয়ে আসা বাসার মালিক কাওছার আহমেদ বলেন, দগ্ধ আনোয়ার হোসেন আমাকে জানিয়েছেন ভোরে একটি সিগারেট ধরাতেই মুহূর্তেই শরীরে আগুন লেগে যায়। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক তিনজনকে ভর্তি দিয়েছে, একজনকে ছেড়ে দিয়েছে। তবে এটি গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ নাকি অন্যকিছু সে বিষয়ে এখনও বলা যাচ্ছে না।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘ভোট ৫টা ৫ মিনিটের দিকে একটি অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই। পথে জানতে পারি, আগুন নিভে গেছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি চার জন দগ্ধ হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহতদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠাই।’

তিনি আরও বলেন, ‘গ্যাস রাইজারের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে একই পরিবারের দগ্ধ চারজন আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে আনোয়ার হোসেনের শরীরের ২৪ শতাংশ, রোজিনার শরীরের ১৪ শতাংশ ও রোহানের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। আরেকজনকে (রোমান) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে