Dr. Neem on Daraz
Victory Day

বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত “উক্তি”


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: জুন ১৫, ২০২১, ১২:৫৯ পিএম
বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত “উক্তি”

ফাইল ছবি

“যে তার পিতামাতাকে সম্মান করে, তার মৃত্যু নেই”

– প্রাচীন গ্রীক প্রবাদ

“ভালো মানুষ খুব ধীরে ‘না’ বলে। বুদ্ধিমান মানুষ চট করে ‘না’ বলতে পারে”

– প্রাচীন গ্রীক প্রবাদ

“যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হল, লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা”

– সান জু (লেখক, দি আর্ট অব ওয়ার)

“হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে”

– লাও ঝু (বিখ্যাত চীনা দার্শনিক)

“সততা হল জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়”

– থমাস জেফারসন

“আলো ছড়ানোর দু’টি উপায় আছে। এক – নিজে মোমবাতি হয়ে জ্বলো, দুই – আয়নার মত আলোকে প্রতিফলিত করো”

– এডিথ ওয়ারটন (বিখ্যাত লেখিকা)

“সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হল, তুমি কিছুই জানো না – এটা জানা”

– সক্রেটিস (গ্রীক দার্শনিক)

“কাককে মুখে তুলে খাওয়াতে গেলে, সে তোমার চোখ উপড়ে খাবে”

– তুরস্কের বিখ্যাত প্রবাদ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে