Dr. Neem on Daraz
Victory Day

বিলুপ্তপ্রায় ঘড়িয়াল


আগামী নিউজ | ড. নিম হাকিম প্রকাশিত: এপ্রিল ২২, ২০২০, ১১:০৩ পিএম
বিলুপ্তপ্রায় ঘড়িয়াল

সংগৃহীত

ঘড়িয়াল একটি সরীসৃপ জাতীয় প্রাণী। বাংলাদেশের অতি বিপদাপন্ন প্রাণীর তালিকায় এর অবস্থান। ঘরিয়ালের বৈজ্ঞানিক নাম হলো- Gavialis gangeticus।
পুরুষ ও স্ত্রী ঘড়িয়াল এক রকম নয়। পুরুষ ঘড়িয়াল আকারে বড়, দৈর্ঘ্য প্রায় ৬.৫ মিটার। স্ত্রী ঘড়িয়াল দৈর্ঘ্যে ৪.৫ মিটার হয়। এদের বসবাস দ্রুত প্রবাহমান ও গভীর পানিতে।  মাছ এদের প্রধান খাদ্য।ঘড়িয়াল প্রজনন করে নভেম্বর থেকে জানুয়ারি মাসে। স্ত্রী ঘড়িয়াল ডিম পাড়ে বালুতে গর্ত করে। এক সাথে ৩০-৫০ বড় আকারের ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে ৩ মাস পর।
ঘড়িয়াল বিলুপ্তির একটি বড় কারণ হলো জেলেদের জালে এদের আটকে পড়া ,দেখলেই মানুষ এদের তাড়া করে এবং অযথা মেরে ফেলে অথচ এরা খুবই নিরিহ প্রাণী। আসুন মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে ঘড়িয়ালদের বিলুপ্তির হাত থেকে রক্ষা করি।
রাজবাড়ি জেলার শান্তি মিশনে দেশীয় প্রজাতির ঘরিয়াল প্রাকৃতিক ভাবেই বাস করে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে