Dr. Neem on Daraz
Victory Day

স্বপ্ন ও কান্না


আগামী নিউজ | এস এ চৌধুরী প্রকাশিত: এপ্রিল ২০, ২০২০, ১১:২৩ পিএম
স্বপ্ন ও কান্না

ছবি সংগৃহীত

স্বপ্ন: স্বপ্ন সম্বন্ধে হুজুর একদিন বললেন- “মানুষের কোন হাস্তি নাই। তাই মানুষ স্বপ্নে একটা ভুবন রচনা করে বা সৃষ্টি করে। কিন্তু ঘুম ভাঙ্গার সাথে সাথেই তা বিলীন হয়ে যায়। আল্লাহর সব চিন্তা-চেতনা সত্য এবং সঠিক, তাই আল্লাহ যা কিছু চিন্তা করেন তাই সত্যে পরিণত হয়।কারণ তিনি আদি, তিনি অনন্ত, তিনিই কুন ফায়াকুনের মালিক”।

একদিন হুজুর বললেন- “বাবা, পীর মুরিদী বড় কথা নয়। আসল কথা হলো দ্বীনের কাজ তুমি কতটুকু করতে পেরেছ। হযরত মুজাদ্দেদ আল ফেসানী (র:) বলেছেন-‘পীর মুরিদী আমি পথে কুড়িয়ে পেয়েছি।

কান্না: কান্না সম্পর্কে বলতে গিয়ে পীর সাহেব বললেন-“মা যেমন ছেলের গালে চড় দিয়ে কাঁদায়। শিশু যখন কাঁদে মা তখন আবার কোলে তুলে নেয়। শিশুর কান্না মায়ের কাছে প্রিয়, তেমনি আল্লাহ মানুষের কান্না পছন্দ করেন। মানুষ যখন আল্লাহর কাছে কান্নাকাটি করে তখন আল্লাহ তাকে আরও কাছে টেনে নেন”।

সংকলনঃ ড. নিম হাকিম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে