Dr. Neem on Daraz
Victory Day

স্বপ্নমেঘা


আগামী নিউজ | মাসুম আহাদ  প্রকাশিত: জুন ২৩, ২০২০, ১১:৫৮ এএম
স্বপ্নমেঘা

ফাইল ছবি

স্বপ্নমেঘা
মাসুম আহাদ 

চিঠি এসেছে  চিঠি 
বহুকাল পর মুছে যাবে বুঝি আধার তিথি?
চিঠি লিখেছে সে' জলের চিঠি
জলমাখা কান্নায় ভেজা চিঠি।

প্রাপক স্বপমেঘা,
প্রিয়দর্শিনী কেমন আছো তুমি।
কদম কেয়ার আষাঢ়ে 
এক পৃথিবীময় বৃষ্টির নিও নান্দনিক প্রীতি।

জাগে কি? আজ-ও সেই প্রথম বিকেলের স্মৃতি
ভুলো বিবশ চুম্বন, রিনঝিন নিক্কণ, উদাসী গীতি পূর্বকথনঃ, রোমাঞ্চ রোমন্থন, প্রত্যয়ন প্রীতি। 

স্বপ্ন মেঘা,একপশলা বৃষ্টির জলমগ্ন সিঞ্চন 
জাগায় কি বুকে কম্পন।
 তৃষিত চোখে খোজে কি?
 নিঃশব্দ নিঃশ্বাসে অনুরণন....!

তুমি জেনে হয়তো-
বিস্ময়ে বিতর্ক সম্ভাবনায় ডুবে যাবে,
নাসার গবেষকের কাজ ছেড়ে দিয়েছি
তোমার চলে যাওয়ার কয়েক মাসের মধ্যে। 

কিছুতেই কিছু পেরে উঠছিলাম না।
অতঃপর, স্থানীয় একটা অর্কেস্ট্রা দলে 
প্রিয় বেহালা বাজাই,
অপেরার অর্থ বোধন জাগে না 
কিন্তু তাহার মুর্ছনায় ডুবে যাই 
সেই কাজলা চোখের গভীরতায়।

ও 'হে, আমি কিন্তু পত্নী বরণ করিনি,
জমকালো জীবন ছেড়ে ম্যানহাঠনের একটা ডুপ্লেক্সের চিলেকোঠায় আমার আবাস মেঝেতে ম্যাট্রেক্সের আয়েসি ফ্লোরিং,দু একটা প্রয়োজনীয় আসবাব..
আমি এখন নিরামিষভোজী, বাকি সব জমানো প্রপার্টিজ লোকাল একটা দাতব্য সংস্থায় 
উইল করে দিয়েছি।

পার্ক, লন, খোলা আকাশ খুউব আপন মনে
হয়, আকাশটাকে যখন ছাদ ভাবি,
 মনে হয় তোমার আমার একই ছাদের নিচে বসবাস,
বৃষ্টি হলে মনে হয় পৃথিবীময় বৃষ্টিতে তুমিও ভিজতেছো, একই রোদে তুমিও পুড়ো।
কি সামন্য একটা ভুলে, জ্যামিতিক দূরত্বে তুমি
জেনে ভাল লেগেছে তুমি খুউব গোছালো ঘরকণ্যা হয়েছো। অবশ্য পুরো পৃথিবী আমার ঘর এখন...
যত জোড়া চোখ দেখি,সব চোখে খুজি আজ-ও তোমার স্বপ্ন আর মেঘ মাখানো আখি, চিঠির উত্তরের প্রত্যাশায় বাতাসে কান পেতে প্রতীক্ষায় রইলাম।

ইতি-
স্বপ্নজাল


আগামীনিউজ/জেএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে