Dr. Neem on Daraz
Victory Day
ড. নিম হাকিমের কবিতা

বড় দুঃখ হয়


আগামী নিউজ | ড.নিম হাকিম প্রকাশিত: মে ৫, ২০২০, ০৯:৩১ পিএম
বড় দুঃখ হয়

বড় দুঃখ হয়
ড.নিম হাকিম

যখন দেখি নিরন্ন মানুষ, হাহাকার করছে
অসহায় মানুষ অন্য মানুষের কাছে হাত পাতছে
যুদ্ধের বিভীষিকা চাপিয়ে দেওয়া হচ্ছে
নারী, শিশু আর বৃদ্ধদের উপর
তখন দুঃখ হয়।

নিরপরাধ মানুষকে বন্দী করে রাখছে
রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্র শুধুই ঈর্ষার কারণে
তখন দুঃখ হয়।

যখন দেখি মানবধিকারের প্রবক্তা যারা
তারাই করছে মানবাধিকার লঙ্ঘন
তখন দুঃখ হয়।

যখন দেখি রাজনীতির নামে জুলুম নির্যাতন চালাচ্ছে,
মানুষ মানুষের ওপর কর্তৃত্ব করছে,
মানুষের ব্যক্তি স্বাধীনতা নষ্ট হচ্ছে
তখন বড় দুঃখ হয়।

যখন দেখি, ধর্ম ও রাজনীতির নামে
মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে
বর্ণবাদের আগুন জ্বালিয়ে মাংসসিদ্ধ করছে
তখন দুঃখ হয়।

যখন দেখি অতিথি পাখিগুলোকে ফাঁদ পেতে
অথবা গুলি করে মেরে রসনা তৃপ্ত করছে
ভোজন বিলাসী শিকারীরা
তখন দুঃখ হয়। 

যখন দেখি রাষ্ট্র ও সরকারপ্রধানরা
ক্ষুধার্ত মানুষ রেখে পেট পুরে দামি খানা খায়
তখন দুঃখ হয়।

শীতার্ত মানুষ রেখে দামি শীতবস্ত্র পরিধান করে
অসহায় মানুষের ভোটে
নেতা হয় ওরা
তখন দুঃখ হয়।

যখন দেখি একজন বৃদ্ধ-বিধবা অথবা পঙ্গু
হাত পাতছে একটা পয়সার জন্য
তখন কান্না পায়।

একজন বৃদ্ধ রিকশা চালাচ্ছে, ঠেলাগাড়ি টানছে
অন্যের বাসায় কোন নারী কাজ করে খাচ্ছে
তখন বড় দুঃখ হয়।

যখন দেখি, কোন দরিদ্র মানুষ চিকিৎসা পাচ্ছে না,
কোন নারী ইজ্জত বিক্রি করছে ক্ষুধা নিবৃত্তে
অথবা বাচ্চার দুধ কেনার জন্যে
তখন প্রাণফেটে কান্না পায়।

যখন দেখি কোন দরিদ্র শিক্ষার্থী
পড়ালেখা করতে পারছে না অর্থের জন্যে
পড়ালেখা ছেড়ে টিউশনি করছে অন্যের বাড়ি
তখন বড় দুঃখ পাই।

আরো অনেক দুঃখ-কষ্ট আছে
তাতে অযথা ভারী হবে তালিকা
তা আর বৃদ্ধি করে কষ্ট দিতে চাইনে আমি
যদি এসব অবস্থার কখনো না হয় অবসান
আরো বেশি দুঃখ পাব হে অন্তর্যামী।

আগামী নিউজ/নাঈম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে