Dr. Neem on Daraz
Victory Day

যেভাবে বানাবেন মসলা চা


আগামী নিউজ | লাইফস্টাইল ডেস্ক প্রকাশিত: জুলাই ৪, ২০২০, ০২:১৭ পিএম
যেভাবে বানাবেন মসলা চা

ফাইল ছবি

স্বাস্থ্যের জন্য উপকারী যেমন এক কাপ সুগন্ধি মসলা চা, ক্লান্তি দূর করতেও তেমনি অনন্য। জেনে নেয়া যাক চা বানাতে কোন মসলা কী পরিমাণে দেবেন।
 
উপকরণ
চা পাতা- আধা চা চামচ
পানি- আধা কাপ
চিনি- স্বাদ মতো
দুধ- ১ কাপ  
লবঙ্গ- ২টি
এলাচ- ৩টি
স্টার মসলা- ১টি 
আদা কুচি- আধা চা চামচ
দারুচিনি গুঁড়া- ১/৪ চা চামচ  
গোলমরিচ- আধা চা চামচ

প্রস্তুত প্রণালি
পানি ও দুধ এক সঙ্গে জ্বাল দিন। ফুটে উঠলে চা পাতা ও মসলা দিয়ে দিন। মাঝারি আঁচে ৫ মিনিট জ্বাল দিন । চিনি দিয়ে আরও ২ মিনিট জ্বাল দিন।নামিয়ে ছেঁকে গরম গরম পরিবেশন করুন। 

আগামীনিউজ/আর/জেএফএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে