Dr. Neem on Daraz
Victory Day

ডায়াবেটিস সচেতনতা কর্মসূচিতে মেয়র আতিক


আগামী নিউজ | সাইফুর রহমান প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৩:২৬ পিএম
ডায়াবেটিস সচেতনতা কর্মসূচিতে মেয়র আতিক

বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর অনুষ্ঠিত হয় বিশ্ব ডায়বেটিস দিবস। 

বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়,বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। এদিন বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন। 

তাই এই দিবস উপলক্ষে উত্তরার ৪ নাম্বার সেক্টর পার্কে ঢাকা নর্থ লেডিস ক্লাব এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি কর্তৃক  ডায়াবেটিস সহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও ফ্রী ডায়াবেটিস পরীক্ষা করানো হয়। 

১৬ই নভেম্বর সকাল ৭.৩০ টা থেকে ১০:০০টা পর্যন্ত চলে এই আয়োজন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খান মোহাম্মদ বিলাল,  ঢাকা নর্থ লেডিস ক্লাবের সভাপতি মিসেস: আরফিনা বিলাল সহ আরো অনেকে। 

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনে, "আসুন পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি "এই শ্লোগানকে সামনে রেখে একটি পদযাত্রা করেন ঢাকা নর্থ লেডিস ক্লাব এর সকল সদস্যবৃন্দ ।

আগামী নিউজ/ এসআর 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে