Dr. Neem on Daraz
Victory Day

পদোন্নতি পেলেন ১৯১ বিচারক


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৯:২২ পিএম
পদোন্নতি পেলেন ১৯১ বিচারক

ঢাকাঃ সারাদেশে ১৯১ জন সহকারী জজকে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দিয়েছে সরকার। তারা সবাই ২০১৮ সালে জুডিসিয়াল সার্ভিসে যোগ দেন।

শনিবার (২৪ জুন) আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-১) সূত্রে এই তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবার (২২ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতির আদেশে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সহকারী জজ বা সমপর্যায়ের বিচারকদের (তালিকা অনুসারে) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬ -এর বেতন স্কেলের চতুর্থ গ্রেডে বেতনক্রম অনুসারে সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতি দেওয়া হলো।

এসব বিচারক পদোন্নতিপ্রাপ্ত পদ বা সমপর্যায়ের পদে স্ব স্ব কর্মস্থলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কর্মরত থাকবেন। এছাড়া যোগদানের তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন...

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে