Dr. Neem on Daraz
Victory Day

যুবদলের সাবেক সভাপতি নীরব ৩ দিনের রিমান্ডে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ০৪:০৯ পিএম
যুবদলের সাবেক সভাপতি নীরব ৩ দিনের রিমান্ডে

ঢাকাঃ পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতার যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ মার্চ) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় বিস্ফোরক আইনে করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক রাকিব বিষয়টি জানিয়েছেন।

পুলিশ জানায়, শনিবার ৪ মার্চ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা শেষে সাইফুল আলম ও তার সঙ্গে থাকা কর্মীরা এফডিসির সামনে কর্তব্যরত পুলিশের ওপর ঢিল ছুঁড়ে ও আক্রমণ করেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দণ্ডবিধিসহ বিস্ফোরক আইনে একটি মামলা করে পুলিশ।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে