Dr. Neem on Daraz
Victory Day

সিএনজির লুকিং গ্লাস বাইরে রাখতে হাইকোর্টে বুয়েটের প্রতিবেদন


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২, ০৩:৪৩ পিএম
সিএনজির লুকিং গ্লাস বাইরে রাখতে হাইকোর্টে বুয়েটের প্রতিবেদন

ফাইল ছবি

ঢাকাঃ রাস্তায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস ভেতরে না রেখে বাইরে রাখার সুপারিশ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বুয়েটের মেকানিক্যাল বিভাগ।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদনটি আসার পর বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ প্রতিবেদনের বিষয়ে শুনানি হয়েছে।

প্রতিবেদনের বিষয় বিস্তারিত জানাতে বুয়েটের মেকানিক্যাল বিভাগে প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান ও বিআরটিএ’র পরিচালক সীতাংশু বিশ্বাসকে আগামী বৃহস্পতিবার আসতে বলেছেন আদালত। 

ওই দিন পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট। 

আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. তানভীর আহমেদ। 

আইনজীবী তানভীর আহমেদ বলেন, ২০১৮ সালে দু'জন ছাত্র মারা যাওয়ার ঘটনায় ওই রিট করা হয়েছিল। আর সম্পূরক আবেদন করে বলেছিলাম ১৯৪০ সালের আইন অনুযায়ী সিএনজির লুকিং গ্লাস বাইরে থাকতে হবে। এর প্রেক্ষিতে বুয়েট থেকে বিশেষজ্ঞ মত চেয়ে আদালত নির্দেশ দিয়েছিলেন। বিশেষজ্ঞরাও মত দিয়েছেন সিএনজিচালিত অটো রিকশার লুকিং গ্লাস বাইরে রাখতে হবে।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে