Dr. Neem on Daraz
Victory Day

১৯ দিন পর বসেছেন আপিল বিভাগ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ১১:২৮ এএম
১৯ দিন পর বসেছেন আপিল বিভাগ

ঢাকাঃ অবকাশকালীন ও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ১৯ দিন পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে। বুধবার (২০ জুলাই) সকাল ৯টা ১০ মিনিট থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে বিচারকাজ শুরু হয়।

বেঞ্চের অন্য চার বিচারপতি হলেন- বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। 

আপিল বিভাগ ছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সকাল সাড়ে ১০টা থেকে ৫০টি বেঞ্চে বিচারকাজ শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ১ জুলাই থেকে অবকাশকালীন ও ঈদের ছুটিতে যান সুপ্রিম কোর্ট। তবে এ সময় জরুরি বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের কয়েকটি বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালত খোলা ছিল।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে