Dr. Neem on Daraz
Victory Day

সুপ্রিম কোর্ট বারে ২য় দিনের ভোট চলছে


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ১০:৫৭ এএম
সুপ্রিম কোর্ট বারে ২য় দিনের ভোট চলছে

ঢাকাঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচনে দ্বিতীয় দিনের মতো ভোটগ্রহণ চলছে। সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ। গতকাল মঙ্গলবারও একই সময় এই ভোট অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ভোট দিয়েছেন ২ হাজার ৮১৭ জন আইনজীবী।

সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনের ৫১টি বুথে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে ভোট দেবেন আট হাজার ৬২৩ জন আইনজীবী।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের হয়ে সভাপতি পদে নির্বাচন করছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। যিনি এই সমিতির সাবেক সম্পাদক। আর সম্পাদক হিসেবে মাঠে নেমেছেন এই প্রতিষ্ঠানের সাবেক দুইবারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিএনপি সমর্থিত আইনজীবীরা নীল প্যানেলের প্রার্থী হয়ে ভোট করছেন।

নীল প্যানেলের অন্য প্রার্থীরা হলেন— সহসভাপতি পদে মোহাম্মদ মনিরুজ্জামান, আসরারুল হক, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, সহসম্পাদক মাহফুজ বিন ইউসুফ, মাহবুবুর রহমান খান, সদস্য পদে গোলাম আক্তার জাকির, মঞ্জুরুল আলম সুজন, ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, ফাতিমা আক্তার, কামরুল ইসলাম, মোস্তফা কামাল বাচ্চু, আনোয়ারুল ইসলাম বাঁধন।

এদিকে আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকিরকে সভাপতি ও অ্যাডভোকেট মো. আব্দুন নূর দুলালকে সম্পাদক প্রার্থী করে ভোটের মাঠে নেমেছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে ভোটে অংশ নিয়েছেন ড. মো. ইউনুছ আলী আকন্দ। এছাড়া অন্যান্য পদে বিভিন্ন আইনজীবী নির্বাচনে অংশ নিয়েছেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সালের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনি তফসিল ঘোষণা করেন।

কাযর্করী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটির সাতটি সদস্য পদের ভোট গণনা ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

এমবুইউ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে