Dr. Neem on Daraz
Victory Day

ওয়াগনারের বিদ্রোহ দেশদ্রোহিতার শামিল: পুতিন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৩:৫৪ পিএম
ওয়াগনারের বিদ্রোহ দেশদ্রোহিতার শামিল: পুতিন

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ওয়াগনার গ্রুপের ভাড়াটে বাহিনীর সশস্ত্র বিদ্রোহ হচ্ছে দেশদ্রোহিতার শামিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মন্তব্য করেছেন। তিনি বলেন, যারা রাশিয়ান সামরিক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র তুলেছিল তাদের শাস্তি দেওয়া হবে।

শনিবার মস্কো থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জরুরি টেলিভিশন ভাষণে পুতিন বলেন, ‘তিনি রাশিয়াকে রক্ষা করার জন্য সবকিছু করবেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-ডনের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’ ওই শহরেই রুশ সামরিক বাহিনীর সদর দফতর দখল করেছেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার নাগরিক, সশস্ত্র বাহিনীর সদস্য, আইনপ্রয়োগকারী বাহিনীর সদস্য, সৈনিক ও কমান্ডার— যারা এখন যুদ্ধক্ষেত্রে নিজ নিজ অবস্থানে থেকে যুদ্ধ করছেন, প্রতিপক্ষের হামলার পাল্টা জবাব দিচ্ছেন— আমি জানি, তারা বীরত্বের সঙ্গে তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন। আমি তাদের সবার কাছে আজ আবেদন জানাচ্ছি।’

‘আমি সেই সব সেনা সদস্যের প্রতিও আবেদন জানাচ্ছি, যাদেরকে সশস্ত্র বিদ্রোহের মতো গুরুতর অপরাধে সংশ্লিষ্ট হতে বাধ্য করা বা উসকানি দেওয়া হচ্ছে। আজ আমি রাশিয়ার সব অঞ্চলের কমান্ডারদের সঙ্গে আমি যোগাযোগ করেছি।’

‘আপনারা সবাই জানেন, এমন একটি যুদ্ধে আমরা জড়িয়ে পড়েছি— যার ফলাফলের ওপর নির্ভর করছে রাশিয়ার জনগণের ভাগ্য। তাই এ যুদ্ধে রাশিয়ার সব বাহিনী ও শক্তির মধ্যে ঐক্য, সংহতি এবং দায়িত্বপরায়ণতা থাকা খুবই জরুরি। যখন সবকিছু আমাদের বিরুদ্ধে— সেসময় নিজেদের মধ্যকার যে কোনো কলহ-বিবাদের সুযোগ শত্রুরা নিতে পারে এবং আমাদেরকে কোনঠাসা করতে তা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে।’
‘যেসব তৎপরতা আমাদের ঐক্যে ফাটল ধরায়, তা আমাদের জনগণ এবং যেসব সহযোদ্ধা (ইউক্রেনে) কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছেন— তাদের কাছ ধর্মত্যাগের মতো। সম্প্রতি যে ঘটনাটি ঘটল— তা রাশিয়া এবং রাশিয়ার জনগণকে পেছন থেকে ছুরিকাঘাতের শামিল।’

‘বর্তমানে যে ঘটনাটির মুখোমুখী আমরা হয়েছি, সেটি পুরোপুরি বিশ্বাসঘাতকতা এবং এ ধরনের বিশ্বাসঘাতকতাসহ যে কোনো হুমকি থেকে আমরা আমাদের জনগণ ও দেশকে রক্ষা করতে বদ্ধপরিকর।’

‘আমি বিশ্বাস করি, আমাদের জন্য যা পবিত্র ও গভীর আবেগের— তা আমরা রক্ষা করবই। দেশকে রক্ষা করতে আমরা যদি ঐক্যবদ্ধ হই— সেক্ষেত্রে যে কোনো সংকট আমরা কাটিয়ে উঠতে পারব।’

‘আর যারা সন্ত্রাসবাদ ও সশস্ত্র বিদ্রোহের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে অবশ্যই আইন এবং আমাদের জনগণের সামনে অপরাধী হিসেবে দাঁড়াতে হবে এবং তাদের জন্য শাস্তি অনিবার্য।’

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে