Dr. Neem on Daraz
Victory Day

কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৬, ২০২৩, ১০:০১ এএম
কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ঢাকাঃ উত্তর আমেরিকার দেশ কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) কানাডার ম্যানিটোবা প্রদেশে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের পর প্রাণহানির এই ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটিতে থাকা আরোহীদের বেশিরভাগই ছিলেন বয়স্ক মানুষ। শুক্রবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার ম্যানিটোবা প্রদেশে ‘খুব গুরুতর’ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন মারা গেছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। একটি সেমি-ট্রেলার ট্রাক এবং বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের বহনকারী একটি বাসের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।

দেশটির পুলিশ জানিয়েছে, উইনিপেগের পশ্চিমে কারবেরির কাছে ট্রান্স-কানাডা হাইওয়েতে ট্রাক এবং বেশিরভাগ বয়স্ক ব্যক্তিদের বহনকারী একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গাড়িতে থাকা বেশিরভাগ প্রবীণ ডাউফিন, ম্যানিটোবা ও আশেপাশের এলাকার বাসিন্দা ছিল।

একজন প্রত্যক্ষদর্শী সিবিসি নিউজকে বলেছেন, স্থানীয় সময় দুপুরের পর খাদে একটি জ্বলন্ত গাড়ি তিনি দেখতে পান। জন প্রুভেন নামের ওই ব্যক্তি এই দৃশ্যকে ‘বেদনাদায়ক’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, এত বড় দুর্ঘটনা আমি কখনও দেখিনি।

বেশ কয়েকটি টুইট বার্তায় ম্যানিটোবার আরসিএমপি বলেছে, তারা ‘খুব গুরুতর... ব্যাপক হতাহত’ হয়েছে এমন সংঘর্ষের জেরে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং প্রধান অপরাধ ইউনিটসহ আরসিএমপির সকল টিম ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

আরসিএমপি এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৩ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।

দুর্ঘটনার পর দুই চালকসহ কমপক্ষে ১০ জন সম্ভবত ‘উল্লেখযোগ্য’ আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে