Dr. Neem on Daraz
Victory Day

ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের গুরুতর অভিযোগ


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৯:০৪ পিএম
ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের গুরুতর অভিযোগ

ফাইল ছবি

ঢাকাঃ ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের গুরুতর অভিযোগ
ইউক্রেনের সেনাদের আক্রমণ নিয়ে ফের মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি দাবি করেছেন, ইউক্রেনীয় সেনারা বেসামরিক স্থাপনার ওপর হামলা করছে।

রাশিয়ার বার্তাসংস্থা টাস নিউজ সোমবার (১২ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ‘সত্যি বলতে কেন শত্রুরা (ইউক্রেনীয় সেনারা) আবাসিক এলাকায় হামলা করছে। কোনো যুক্তি নেই। কিসের জন্য? কেন, এর কারণ কী? এবং অবশ্যই মানবিকতার উপর হামলা— এটি অভূতপূর্ব। এর অবশ্যই কোনো সামরিক  কোনো কারণ নেই। এটি শূন্য।’


পুতিন ইউক্রেনের বিরুদ্ধে বেসামরিকদের ওপর হামলার কথা বললেও— জাতিসংঘের তথ্য বলছে, ২০২৩ সালের মে পর্যন্ত ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোতে রাশিয়ার হামলায় ১৮ হাজার ৮০২ জন হতাহত হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছেন ৬ হাজার ৭৫৪ জন।

তবে ইউক্রেনও কয়েকবার রাশিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোয় ক্রস-বর্ডার গোলাবর্ষণ করেছে। যার মধ্যে রয়েছে ক্রুর্সক এবং বেলগোরোদ অঞ্চল। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, রাশিয়ার সীমান্ত পার হয়ে ড্রোন হামলা চালিয়েছে তারা।

এর আগে গত ৯ জুন পুতিন জানান, ইউক্রেনের সেনারা পাল্টা আক্রমণ চালানো শুরু করেছে। তবে তাদের প্রতিহত করছে রুশ সেনারা।


তিনি দাবি করেন, রুশ সেনাদের প্রতিরোধ ভাঙতে গিয়ে ইউক্রেনীয় বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

এ ব্যাপারে সোচিতে এক অনুষ্ঠানে পুতিন বলেছিলেন ‘আমরা পরিষ্কারভাবে বলতে পারি পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ রিজার্ভ বাহিনীকে ব্যবহারের মাধ্যমে ইঙ্গিত পাওয়া গেছে।’

তিনি আরও বলেছিলেন, ‘কিন্তু ইউক্রেনীয় সেনারা এক দিক দিয়েও তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি ইউক্রেনীয় বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে।’

রুশ প্রেসিডেন্ট আরও বলেছিলেন, ‘আমরা জানি হামলাকারীরা একজনের বিপরীতে ৩ জন প্রাণ হারায়— এটি যুদ্ধের একটি পুরোনো রীতি— কিন্তু এই ক্ষেত্রে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোনো রীতিকেও ছাড়িয়ে গেছে।’

সূত্র: দ্য গার্ডিয়ান

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে