Dr. Neem on Daraz
Victory Day

৭.৭ মাত্রার ভূমিকম্প, দ. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২৩, ১২:১৩ পিএম
৭.৭ মাত্রার ভূমিকম্প, দ. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা

প্রতীকী ছবি

ঢাকাঃ নিউ ক্যালেডোনিয়ার দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অঞ্চলটিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটি ৩৭ কিলোমিটার গভীরতায় শনাক্ত করা হয়।

প্রাথমিক প্যারামিটারের ওপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) এক বুলেটিনে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারে যেসব উপকূল রয়েছে সেখানে বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে।

সংস্থাটি উপকূলীয় এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

পিটিডব্লিউসি জানিয়েছে, ভানুয়াতুতে ১০ ফুটের উপরে জলোচ্ছ্বাস হতে পারে। তাছাড় ফিজি, নিউ ক্যালোডোনিয়া, কিরিবাতি ও নিউজিল্যান্ডেও জোয়ারের তুলনায় সামান্য পানি বাড়তে পারে।

ভানুয়াতু মেটিওরোলজি ও জিও-হ্যাজার্ডস বিভাগ বলেছে, এই ধরনের শক্তিশালী ভূমিকম্পের ফলে বিপজ্জনক সুনামি সৃষ্টি হতে পারে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, দেশটির মূল ভূখণ্ডে সুনামির কোনো হুমকি নেই। তবে লর্ড হাও দ্বীপে সতর্কতা জারি করা হয়েছে। দ্বীপটি তাসমান সাগরে সিডনির উত্তর-পূর্বে ৭৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

এদিকে নিউজিল্যান্ডের ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, সুনামির ফলে উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ও অস্বাভাবিক স্রোত-ঢেউ হতে পারে। কিন্তু এ জন্য কাউকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে না।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে