Dr. Neem on Daraz
Victory Day

মোদির নাগরিকত্বের প্রমাণপত্র চেয়ে আবেদন!


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ১০:১৪ পিএম
মোদির নাগরিকত্বের প্রমাণপত্র চেয়ে আবেদন!

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে ভারতজুড়ে বিক্ষোভ-আন্দোলন চলছে। এ ঘটনায় এবার নতুন টুইস্ট। কারণ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বর ‘প্রমাণপত্র’ দেখতে চেয়ে আরটিআই (তথ্য অধিকার) আবেদন দাখিল করলেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ত্রিশূরের চালাকুডির এক বাসিন্দা।

আবেদনকারীর নাম জোশ কাল্লুভিত্তিলের। চালাকুডি পুরসভার এক কর্মকর্তার কাছে আবেদন জমা দিয়েছেন ওই ব্যক্তি। গত ১৩ জানুয়ারি তথ্য অধিকার আইনে করা আবেদনে তিনি প্রধানমন্ত্রী মোদির নাগরিকত্বের প্রামাণ্য নথি দেখতে চেয়েছেন।

তার প্রশ্ন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে ভারতের নাগরিক, তার প্রমাণ কোথায়? মোদির নাগরিকত্বের কাগজপত্র প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন ওই ব্যক্তি।

বামশাসিত কেরালায় সিএএ-এর বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে বিধানসভায়। পাশাপাশি স্থগিত করে দেওয়া হয়েছে এনপিআরের কাজও। পাশাপাশি নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশজুড়ে লাগাতার বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল এই আরটিআই আবেদনটি।

উল্লেখ্য, গত ডিসেম্বরে সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সইয়ের মধ্যে দিয়ে কার্যকর হয়ে যায় নতুন নাগরিকত্ব আইন। ভারতের ইতিহাসে এই প্রথমবার নাগরিকত্বের ক্ষেত্রে ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে, যা পুরোপুরি সংবিধান বিরোধী বলে জানিয়েছে বিরোধীরা।

এই পরিস্থিতিতে এই আইনের বিরুদ্ধে একাধিক আবেদনও জমা পড়েছে এই আইনের বিরুদ্ধে। এই আইনের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে বিরোধী শিবির।

আগামী নিউজ/এএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে