Dr. Neem on Daraz
Victory Day

প্রেমিক পালিয়েছে, তরুণী বললেন ‘খুঁজে দিন’ পুলিশ বলল, ‘যেতে দিন’


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১২:৩৩ পিএম
প্রেমিক পালিয়েছে, তরুণী বললেন ‘খুঁজে দিন’ পুলিশ বলল, ‘যেতে দিন’

প্রতীকী ছবি

ঢাকাঃ কাঁদতে কাঁদতে পুলিশকে ফোন করেন তরুণী। বলেন, ‘স্যার, প্রেমিক আমাকে ছেড়ে পালিয়ে গেছে ওকে খুঁজে দিন।’ কাঁদো কাঁদো গলায় এক তরুণীর কাছ থেকে এমন আর্জি শুনে কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা। সব শুনে দিলেন পরামর্শও।

তরুণীকে সান্ত্বনা দিতে যাবেন, ঠিক সেই আবার ফোনের ও পার থেকে ভেসে এল, ‘স্যার, ও আমার সঙ্গে কেনো ব্রেক আপ করল, এই কারণটাও জানতে চাইবেন দয়া করে।’

ঘটনাটি চীনের ঝেঝিয়াং প্রদেশের। সাউথ চায়না মর্নিং পোস্টে প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণীর ৬ বছরের প্রেমের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্ক হঠাৎ করে ভেঙে দেন তার প্রেমিক। 

প্রেমিকের কোনও উত্তর না পেয়ে বিচলিত হয়ে পুলিশকে ফোন করেন তরুণী। তার কথা শুনে কর্তব্যরত পুলিশকর্মী যা উত্তর দিয়েছেন, তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

তরুণীর মুখ থেকে সব শোনার পর এবং তার আর্জি শুনে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রেমিককে খোঁজা কি খুবই জরুরি?’ এ কথা শুনে আবার কাঁদতে শুরু করেন তরুণী। তিনি বলেন, ‘বুঝতে পারছি না, কেন আমার সঙ্গে এ রকম আচরণ করল! সেটাই জানতে হবে আমাকে।’

পুলিশ কর্মকর্তা তরুণীকে প্রশ্ন করেন, ‘আচ্ছা, আপনার সঙ্গে যদি আগে কোনও খারাপ আচরণ করে থাকে, তার পরেও কি প্রেমিকের সঙ্গে আবার সম্পর্ক রাখতে চাইবেন? তারচেয়ে প্রেমিকের মোবাইল নম্বর ব্লক করে দিন। ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন। এটা ভাবুন যে, আপনার ভালোর জন্যই এই ঘটনা ঘটেছে।’

‘নিজেকে হতভাগা মনে করবেন না। এর বদলে নিজেকে ভাগ্যবতী মনে করুন। এটি বিকল্প কোনও দৃশ্যের চেয়ে ভালো হয়েছে। কারণ আপনাকে বিয়ে করার পরে তার আসল রূপ প্রকাশ পেতো।’

চীনের শীর্ষস্থানীয় সার্চ ইঞ্জিন বাইডুতে সর্বাধিক সার্চ করা সংবাদে পরিণত হয়েছে পুলিশ কর্মকর্তার ওই পরামর্শকে নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সব প্রতিবেদন। চীনা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমেও এই খবরটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। টিকটকে এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে এক কোটিবার দেখা হয়েছে।

অনলাইনে একজন এই সংবাদের নিচে লিখেছেন, ওই পুলিশ কর্মকর্তা বেশ মিষ্টি। পুলিশ কর্মকর্তা যা বলেছেন তা অত্যন্ত বাস্তবসম্মত। আপনি যদি সুখী জীবন পেতে চান তবে সময়মতো ক্ষতি কাটিয়ে ওঠাটা বেশ গুরুত্বপূর্ণ।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে