Dr. Neem on Daraz
Victory Day

আর্জেন্টিনার সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তি চীনের


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩, ০২:৩৩ পিএম
আর্জেন্টিনার সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তি চীনের

ঢাকাঃ আর্জেন্টিনার সঙ্গে মুদ্রা বিনিময় চুক্তি সম্পন্ন করেছে চীন। রবিবার (৮ জানুয়ারি) আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ক্রমক্ষয়িষ্ণু বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে মরিয়া আর্জেন্টিনা। বাণিজ্য খরচ এবং ভবিষ্যতের ঋণ পরিশোধের জন্য রিজার্ভ পুনর্নির্মাণ করা দেশটির জন্য জরুরি হয়ে পড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গেও দেশটির একটি বড় ঋণ চুক্তির মূল লক্ষ্য হচ্ছে রিজার্ভ বাড়ানো।

আর্জেন্টিনা এবং চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধানরা নিশ্চিত করেছেন যে, উভয় প্রতিষ্ঠানের মধ্যে মুদ্রার অদলবদলের চুক্তিটি সক্রিয় করা হয়েছে। আর্জেন্টিনার বাজারে চীনা মুদ্রা ইউয়ানের ব্যবহার আরো জোরালো করতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

ব্রাজিলের পর আর্জেন্টিনার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। দেশটি আর্জেন্টিনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ রপ্তানি গন্তব্য।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে