Dr. Neem on Daraz
Victory Day

করোনার দৈনিক সংক্রমণের তথ্য আর প্রকাশ করবে না চীন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৩:১৭ পিএম
করোনার দৈনিক সংক্রমণের তথ্য আর প্রকাশ করবে না চীন

ঢাকাঃ চীনে সম্প্রতি করোনার প্রকোপ বেশ বেড়েছে। মানুষের মধ্যে অসন্তোষ এবং বিক্ষোভের কারণে ভাইরাস-বিরোধী কঠোর বিধিনিষেধ শিথিল করার পর এশিয়ার এই দেশটিতে দেখা দিয়েছে করোনা সংক্রমণের সুনামি।

এই পরিস্থিতিতে চীনে করোনার ঢেউয়ের নানা তথ্য পাওয়া যাচ্ছে। এমনকি দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়েও ছড়াচ্ছে নানা তথ্য। আর এর মধ্যেই নতুন করে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আর প্রকাশ না করার কথা জানিয়েছে চীন। রোববার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত তিন বছর ধরে দৈনিক শনাক্তের সংখ্যা প্রকাশ করে আসছিল জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে আর এই তথ্য প্রকাশ করবে না তারা।

সরকারের তরফে অবশ্য শনাক্তের সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। জাতীয় স্বাস্থ্য কমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, রেফারেন্স ও গবেষণার জন্য কোভিডের প্রাসঙ্গিক তথ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সংস্থার কাছ থেকে জানা যাবে।

ব্লুমবার্গ জানিয়েছে, চীনে এক দিনে প্রায় তিন কোটি ৭০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। নাম প্রকাশে অনিচ্ছুক চীনের স্বাস্থ্য দফতরের একজন এক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে সংবাদমাধ্যমটি। এ তথ্য সত্য হলে এটি হবে মহামারিতে এক দিনে কোনও দেশে করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক অভ্যন্তরীণ বৈঠকের কার্যবিবরণী বলছে, ডিসেম্বরের প্রথম ২০ দিনে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ৮০ লাখ মানুষ। যা দেশটির জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ। ব্লুমবার্গকে কার্যবিবরণীর এই তথ্য নিশ্চিত করেছেন বৈঠকে উপস্থিত কর্মকর্তারা।

ব্লুমবার্গ বলছে, চীনা স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ কিসের ভিত্তিতে সংক্রমণের এই প্রাক্কলন করেছে তা স্পষ্ট নয়। বিশেষ করে এই মাসের শুরুর দিকে দেশটি পিসিআর পরীক্ষা বুথের নেটওয়ার্ক বন্ধ করে দেয়।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে