Dr. Neem on Daraz
Victory Day

পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ ইরানের আফসিন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ১২:৫১ পিএম
পৃথিবীর সবচেয়ে খাটো মানুষ ইরানের আফসিন

ঢাকাঃ বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন ইরানের আফসিন ইসমায়েল। ২০ বছর বয়সী আফসিনের উচ্চতা মাত্র দুই ফুট অর্থাৎ ১.৬ ইঞ্চি। পূর্বের রেকর্ডধারী কলম্বিয়ার এডওয়ার্ড নিনো হার্নান্দেজের চেয়ে প্রায় ৭ সেন্টিমিটার খাটো।

আফসিনের সঠিক উচ্চতা পেতে গিনেস ওয়ার্ল্ড রেকডর্সের কর্মকর্তারা ২৪ ঘণ্টায় তিনবার মাপেন। উচ্চতা ও দুর্বলতার কারণে ভারী স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করতেও সমস্যা হয় তার।

জন্মের সময় ইসমায়েলের ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম, এখন তার ওজন প্রায় ৬.৫ কেজি। উচ্চতার কারণে সমবয়সীদের থেকে সম্পূর্ণ আলাদা। শারীরিক সমস্যার কারণে স্কুলেও যেতে পারেননি।

তার বাবা ইসমাইল গাদেরজাদেহ বলেন, চিকিৎসা ও আমার সন্তানের শারীরিক দুর্বলতা পড়শোনা বন্ধের অন্যতম কারণ। কোনও মানসিক সমস্যা নেই।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে