Dr. Neem on Daraz
Victory Day

ইরানে মাজারে গুলিবর্ষণ, নিহত ১৫


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৮:৪৮ এএম
ইরানে মাজারে গুলিবর্ষণ, নিহত ১৫

ঢাকাঃ ইরানের সিরাজ শহরের শাহ চেরাগ মাজারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ এই তথ্য জানিয়েছে ।

সংবাদ মাধ্যমটি বলেছে, শাহ চেরাগ মাজারে প্রবেশ করে বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার সময় তিনজন বন্দুকধারী এলোপাতারি গুলি ছোড়ে। এর মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। অপরজনকে আটকের চেষ্টা চলছে।

কে এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নয়। কিন্তু আইআরএনএ বলেছে, হামলাকারীরা ‘তাকফিরি জঙ্গিদের’ মতো কার্যক্রম চালিয়েছে। আইএসআইএলের মতো জঙ্গি গোষ্ঠীদের এই নামে ডাকে ইরান।

কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে ঘিরে ইরানে উত্তেজনাকর পরিস্থিতি চলছে। এর মাঝেই মাজারে এত বড় হামলার ঘটনা ঘটল।

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে