Dr. Neem on Daraz
Victory Day

তুরস্কের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৫


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৮:৫২ এএম
তুরস্কের কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ২৫

ঢাকাঃ তুরস্কের উত্তরাঞ্চলের বারতিন প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫ জন মারা গেছে এবং কয়েক ডজন মানুষ মাটির নিচে আটকা পড়ে আছে। স্থানীয় সময় শনিবার (১৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় কমপক্ষে ১১০ জন খনিতে কাজ করছিলেন। তাদের মধ্যে প্রায় কয়েক ডজন কর্মী ভূপৃষ্ঠের ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিল।

খনিতে থাকা সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কৃষ্ণ সাগরের উপকূলে আমাসরার উদ্ধারকারীদের সঙ্গে খনি শ্রমিকরা ভয়াবহ অবস্থায় বেড়িয়ে আসছেন।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এক বিবৃতিতে বলেন, উদ্ধারকারীরা শক্ত পাথর খুঁড়ে জীবিতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। তবে স্থানীয় প্রসিকিউটর অফিস তদন্ত শুরু করেছে।

এদিকে তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ারড্যাম্পের কারণে এ বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। 

খনি দুর্ঘটনা নতুন কোন ঘটনা নয় তুরস্কে। এর আগে ১৯৯২ সালে তুরস্কের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনায় ২৬৩ জন শ্রমিক নিহত হয়েছিল। সোমার খনিগুলোর নিরাপত্তা নিয়েও কমবেশি উদ্বেগ সব সময়ই রয়েছে। বিভিন্ন সময়ে বেশ কিছু ছোটোখাটো দুর্ঘটনা হয়েছে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে