Dr. Neem on Daraz
Victory Day

মাহাথির মোহাম্মদ করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০১:৩২ পিএম
মাহাথির মোহাম্মদ করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

ঢাকাঃ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাহাথিরের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার সকালে তার করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চিকিৎসকদের পরামর্শে তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আগামী কয়েকদিন তার স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে।

৯৭ বছর বয়সী এই নেতার আগে থেকেই হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। এর আগে গত জানুয়ারির শেষ দিকে তিনি বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি করোনাবিরোধী ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছেন।

১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৮ সালেও তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তবে সে সময় ক্ষমতা গ্রহণের দুবছর পর তিনি তার সরকারের পতন ঘটে।

এমবুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে