Dr. Neem on Daraz
Victory Day

শরিরে বোমা বেঁধে এসেছি : চলন্ত বিমানে তরুণীর ঘোষণা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০, ০৭:১৯ পিএম
শরিরে বোমা বেঁধে এসেছি : চলন্ত বিমানে তরুণীর ঘোষণা

বিমান তখন মাঝ আকাশে। হঠাৎই এক তরুণী যাত্রী বিমান সেবিকাকে ডেকে হাতে একটি চিরকুট দেন। দিয়ে বলেন, এটা ক্যাপ্টেনকে গিয়ে দিন, এখনই। চিরকুট হাতে পেয়ে, তা খুলে পড়ে পাইলটের তো চক্ষু চড়কগাছ। লেখা রয়েছে ‘আমার শরীরের মধ্যে বোমা ভরে এনেছি’।

পাইলট আর সময় নষ্ট করেননি। সঙ্গে সঙ্গেই কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। কলকাতায় ফিরে যাওয়ার জরুরি অনুমতি চান।

শনিবার (১১ জানুয়ারি) রাতে ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে মুম্বইগামী এয়ার এশিয়ার একটি বিমানে। রাত ১০টা ১০ মিনিটে কলকাতার মাটি ছেড়ে ওড়া বিমান ফের কলকাতায় ফিরে আসে রাত সাড়ে ১১টা নাগাদ।

নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের মূল ভবনের থেকে দূরে, বিচ্ছিন্ন একটি জায়গায় বিমানটিকে রাখা হয়। একে একে ওই তরুণী-সহ ১১৪ জন যাত্রীকে নামিয়ে আনেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ-এর জওয়ানরা। তরুণীকে আলাদা করে তল্লাশি শুরু করেন সিআইএসএফের মহিলা কর্মীরা। কিন্তু কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কিছু পাওয়া যায়নি তাঁর শরীরে। বিমানেও আলাদা করে তল্লাশি করা হয়। সেখানেও পাওয়া যায়নি কিছুই।

প্রাথমিক তদন্তের পর সিআইএসএফ এবং বিধাননগর পুলিশের কর্তারা নিশ্চিন্ত হন যে, বোমার ভুয়া আতঙ্কই ছড়িয়েছেন ওই যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষ এনএসসিবিআই থানার হাতে তুলে দেন ওই যাত্রীকে। রাতেই গ্রেফতার করা হয় সল্টলেকের বাসিন্দা ২৩ বছরের ওই তরুণীকে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাত্রারিক্ত মদ্যপান করে বিমানে উঠেছিলেন ওই তরুণী। মদের ঝোঁকেই বোমার আতঙ্ক ছড়ান তিনি। সল্টলেকের বিএফ ব্লকের বাসিন্দা ওই তরুণী বিবিএ-র ছাত্রী। বাবা ব্যবসায়ী।

রবিবার (১২ জানুয়ারি) ব্যারাকপুর আদালতে তোলা হয় অভিযুক্তকে। পুলিশ জেরার জন্য তাঁকে হেফাজতে চেয়েছে। এক তদন্তকারী বলেন, ‘পাইলটকে ওই তরুণী বলেন তাঁর শরীরের মধ্যে লুকনো আছে বোমা। মদের ঘোরে তিনি এই কথা বলেছেন না অন্য কোনও কারণে বলেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

আগামীনিউজ/এস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে