Dr. Neem on Daraz
Victory Day

মেক্সিকোতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ১১:০০ এএম
মেক্সিকোতে একই পরিবারের ৬ জনকে গুলি করে হত্যা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ মেক্সিকোতে দুর্বৃত্তরা একই পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছে বলে সোমবার (৩১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে প্রতিবেদনে বলা হয়, দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের প্রত্যন্ত একটি এলাকায় এই ঘটনা ঘটে।

গুয়ানাজুয়াতো প্রদেশের পাবলিক প্রসিকিউটরের দপ্তর থেকে দেয়া তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের ওই ছয় জনের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী। তাদের বয়স ২৪ থেকে ৭৩ বছরের মধ্যে। নিহত ওই ছয়জনকে একটি ভবনের মধ্যেই পাওয়া যায় এবং সকলের শরীরেই গুলির আঘাতের চিহ্ন ছিলো।

নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেলেও পরে তা নিশ্চিত করা হয়নি। স্থানীয় সময় শনিবার রাতে এই হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলেও জানানো হয়।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে