Dr. Neem on Daraz
Victory Day

ভারতে একদিনে ৩ লাখ ৩৭ হাজার জনের করোনা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ১২:২৫ পিএম
ভারতে একদিনে ৩ লাখ ৩৭ হাজার জনের করোনা

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৩৭ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৯ লাখে পৌঁছালো।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যানের বরাত দিয়ে শনিবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পর শনাক্তের হিসেবে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা প্রাণ কেড়ে নিয়েছে ৪৮৮ জনের। ভারতের ১৩টি রাজ্যে মৃতের সংখ্যা ১০ জনের বেশি।

দেশটিতে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণও। ভারতের ২৯টি রাজ্যে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এ পর্যন্ত দেশটিতে ১০ হাজার ৫০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

ভারতের সরকারি সূত্রে জানা গেছে, দেশটিতে করোনা টিকা নিয়েছেন ১৬১ কোটি মানুষ। ভারতের মোট জনসংখ্যার ৭২ শতাংশই টিকা পূর্ণ ডোজ নিয়েছেন।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে