Dr. Neem on Daraz
Victory Day

ভারতে একদিনে করোনা শনাক্ত ২ লাখ ছুঁই ছুঁই


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০২:০৬ পিএম
ভারতে একদিনে করোনা শনাক্ত ২ লাখ ছুঁই ছুঁই

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৭২০ জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ৩ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন এ খবর জানায়।

আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। একদিনে ৪৪২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা।

দেশটির সব রাজ্যে আক্রান্ত বাড়লেও মৃতের সংখ্যা বেশি কেরালায়।

করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেছে ৪ হাজার ৮৬৮তে। ভারতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।

দ্বিতীয় ঢেউয়ের পর ভারতে সংক্রমণের হার আবার ১০ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১ দশমিক ০৫ শতাংশ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য থেকে জানা গেছে, গত সপ্তাহ জুড়ে ভারতের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার ছিল ১০ শতাংশের বেশি।

এ তথ্য দেখাচ্ছে, ভারতের অধিকাংশ এলাকায় কীভাবে বাড়ছে কোভিড সংক্রমণ। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর রয়েছে দিল্লি ও পশ্চিমবঙ্গ।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে