Dr. Neem on Daraz
Victory Day

লোন না পাওয়ার ক্ষোভে ব্যাংকে আগুন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ১২:৫৯ পিএম
লোন না পাওয়ার ক্ষোভে ব্যাংকে আগুন

কর্ণাটকের এক ব্যাংকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ব্যাংকের কাছে লোন চেয়ে আবেদন করেছিলেন ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের এক বাসিন্দা। কিন্তু লোনের বিপরীতে তার দেওয়া নথিপত্র যথাযথ না হওয়ায় ওই বাসিন্দার আবেদন নাচক করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। তাতে ক্ষুব্ধ হয়ে ব্যাংকে আগুন ধরিয়ে দেন ওয়াসিম হাজারাতসাব মোল্লা নামে ৩৩ বছর বয়সী এক ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেফতার করেছে পুলিশ।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, ওয়াসিম হাজারাতসাব মোল্যা হেদুগোন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় ঋণ আবেদন করেন। তবে তার নথিপত্র যাচাই করে আবেদনটি প্রত্যাখ্যান করে ব্যাংকের শাখা কর্তৃপক্ষ।

ঋণ আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় শনিবার রাতে ব্যাংকের শাখায় যান ওয়াসিম হাজারাতসাব মোল্যা। জানালা ভেঙে তিনি ব্যাংকের কার্যালয়ের ভেতরে পেট্রোল ছিটিয়ে দেন। এরপরই সেখানে আগুন ধরিয়ে দেন। পথচারীরা ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেয়।

পুলিশ জানিয়েছে, আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাঁচটি কম্পিউটার, ফ্যান, লাইট, পাসবই, প্রিন্টার, অর্থ গণনার মেশিন, নথি, সিসিটিভি এবং ক্যাশ কাউন্টার ধ্বংস হয়েছে।

পুলিশ জানিয়েছে, আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। পাঁচটি কম্পিউটার, ফ্যান, লাইট, পাসবই, প্রিন্টার, অর্থ গণনার মেশিন, নথি, সিসিটিভি এবং ক্যাশ কাউন্টার ধ্বংস হয়েছে।

অভিযুক্তকে গ্রেফতার করেছে কাজিনেলি পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সেকশন ৪৩৬, ৪৭৭, ৪৩৫ ধারায় মামলা দায়ের হয়েছে। 

তবে তিনি কী কারণে লোন চেয়ে আবেদন করেছিলেন এবং লোনের পরিমাণ কত ছিল সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে