Dr. Neem on Daraz
Victory Day

কম্বডিয়ার প্রধানমন্ত্রী মিয়ানমারে


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২২, ০১:৩৬ পিএম
কম্বডিয়ার প্রধানমন্ত্রী মিয়ানমারে

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ দুই দিনের সফরে মিয়ানমারে পৌঁছেছেন কম্বডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। তিনি শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০ টার দিকে নেইপিদোতে পৌঁছান। দেশটির সেনাবাহিনীর পররাষ্ট্রমন্ত্রী উন্না মং তাকে স্বাগত জানান। এরপর লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় তাকে। কম্বডিয়ার প্রধানমন্ত্রীকে প্রদান করা হয় গার্ড অব অনার।

তবে এই সফরের প্রতিবাদে মিয়ানমারের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সেনা অভ্যুত্থান বিরোধীরা। তাদের দাবি এই সফরের মাধ্যমে ক্ষমতা দখলকারী জান্তা সরকারকে বৈধতা দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বছরের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। এর প্রতিবাদে দেশটিতে ব্যাপক বিক্ষোভ ও প্রাণঘাতী দমন পীড়ন চলছে। এরই মধ্যে প্রথম কোনও বিদেশি সরকার প্রধান হিসেবে মিয়ানমার সফর করছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী। দুই দিনের এই সফরে মিয়ানমারের সামরিক শাসকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের বর্তমানে চেয়ার কম্বোডিয়া। মিয়ানমারের সংকট নিরসন চেষ্টায় নেতৃত্ব দিচ্ছে দেশটি। এই সংকট নিরসনে গত বছরের এপ্রিলে পাঁচ দফা শান্তি পরিকল্পনায় একমত হয় আসিয়ান। তার ভিত্তিতেই সংকট নিরসনের চেষ্টা চলছে।

তবে ওই পরিকল্পনা বাস্তবায়নে জান্তা সরকারের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে আসিয়ানের কয়েকটি সদস্য দেশ। এদের মধ্যে অন্যতম ইন্দোনেশিয়া।

মিয়ানমারে সামরিক বাহিনীর বিরোধিতাকারীরা বলছেন, এই সফরের মাধ্যমে জান্তা সরকারকে সমর্থন দিচ্ছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন। রাজধানী নেপিদো থেকে প্রায় তিনশ’ কিলোমিটার উত্তরের শহর ডেপাইনে বিক্ষোভকারীরা কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ছবি পুড়িয়েছে। মান্দালয়, তানিনথারি এবং মোনিয়া এলাকাতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।

বুধবার এক ভাষণে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান সেন মিয়ানমারের সব পক্ষকে ধৈর্য্যধারণ এবং শান্তি পরিকল্পনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।

আগামীনিউজ/বুরহান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে