Dr. Neem on Daraz
Victory Day

আফগানিস্তানে নির্বাচন কমিশন বিলুপ্ত করল তালেবান


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ১২:১১ পিএম
আফগানিস্তানে নির্বাচন কমিশন বিলুপ্ত করল তালেবান

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আফগানিস্তানের নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করেছে তালেবান সরকার। পশ্চিমা সমর্থিত প্রশাসনের অধীনে এই কমিশনে নির্বাচন হতো বলে জানিয়েছে তালেবান মুখপাত্র।

শনিবার স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) ও স্বাধীন নির্বাচনী অভিযোগ কমিশনের প্রসঙ্গে তালেবান সরকারের মুখপাত্র বিলাল কারিমি বলেন, ‘এমন কমিশন থাকা ও কর্মকাণ্ড পরিচালনার কোনও প্রয়োজন নেই। তিনি আরও বলেন, আমরা প্রয়োজন মনে করলে ইসলামিক আমিরাত এ কমিশনকে পুনরুজ্জীবিত করবে।’

তালেবানের এমন পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করেছে আগের সরকারে এই প্যানেলের প্রধান আওরঙ্গজেব। তিনি বলেন, এই সিদ্ধান্ত খুবই দ্রুত নিয়ে ফেলেছে তালেবান। কমিশন অকার্যকর করায় পরিণতি ভোগ করতে হতে পারে।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, এই কাঠামো যদি বিদ্যমান না থাকে আমি শতভাগ নিশ্চিত যে, নির্বাচন ছাড়া চলমান সমস্যার কোনও সমাধান আসবে না।

এ নিয়ে কথা বলেছেন দেশটির পূর্বের সরকারের জ্যেষ্ঠ রাজনীতিবিদ ফিদাই। যিনি গত ২০ বছরে ৪টি প্রদেশের গভর্নর ছিলেন। তার মতে, তালেবান গণতন্ত্রে বিশ্বাসী না। তারা সব ধরনের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তারা ব্যালট নয়, বুলেটের মাধ্যমে ক্ষমতা পায়।

গত ২০ বছরে চারটি প্রদেশে গভর্নরের দায়িত্ব পালন করেছেন এই হালিম ফিদাই।  

তালেবানরা ক্ষমতায় আসার আগে বেশ কজন নির্বাচনী কর্মকর্তাকে হত্যা করে অস্ত্রধারী সংগঠনের সদস্যরা। 

এছাড়া চলতি সপ্তাহে শান্তি মন্ত্রণালয় ও সংসদ সংক্রান্ত একটি মন্ত্রণালয়ও বিলুপ্ত করা হয়েছে বলে জানিয়েছের তালেবান মুখপাত্র কারিমি।  

এছাড়া আফগানিস্তানের প্রাক্তন সরকারের নারী বিষয়ক মন্ত্রণালয় আগেই বন্ধ করা হয়েছে। সেখাানে চালু করা হয়েছে পূন্যের প্রচার ও পাপ প্রতিরোধী মন্ত্রণালয়। নব্বইয়ের দশকে তালেবান যখন ক্ষমতায় এসেছিল তখন এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে ধর্মীয় ক্ষেত্রে শক্তি প্রয়োগের অভিযোগ ছিল। 

আগামীনিউজ/বুরহান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে