Dr. Neem on Daraz
Victory Day

ব্যবসায়ীদের অস্ত্র বহনের নিষেধাজ্ঞা তুলে নিল তালেবান


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০২১, ০৯:১৬ পিএম
ব্যবসায়ীদের অস্ত্র বহনের নিষেধাজ্ঞা তুলে নিল তালেবান

ফাইল ছবি

ঢাকাঃ আফগান ব্যবসায়ীদের অস্ত্র বহনের অনুমতি দিয়েছে তালেবান। তালেবানের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই অনুমতি দেওয়া হয়েছে বলে আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম খামা নিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খোস্তাই এক বিবৃতিতে জানিয়েছেন, দেশের বেশ কয়েকজন ব্যবসায়ী তাদের নিরাপত্তা নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সাইদ খোস্তাই জানান, তালেবান আফগান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সমস্যা সমাধান করার ব্যাপারে বদ্ধ পরিকর। 

অপহরণ, লুটপাট ও অর্থ কেড়ে নেওয়ার ঝুঁকি থাকায় সাবেক সরকারের আমলে আফগানিস্তানের সব ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অস্ত্র বহন এবং সশস্ত্র নিরাপত্তা রক্ষী রাখার অনুমতি ছিল।

তবে, চলতি বছরের ১৫ আগস্ট দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর তালেবান যোদ্ধা ছাড়া অন্য কেউ অস্ত্র বহন করতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছিল সংগঠনটি। ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য সেই নিষেধাজ্ঞাই শিথিল করল তালেবান।

আগামীনিউজ/শরিফ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে