Dr. Neem on Daraz
Victory Day

জোড়া মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১২:১৫ পিএম
জোড়া মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ট্রেনের মাধ্যমে স্থানান্তরে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সামনে আনলো উত্তর কোরিয়া। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায় এ তথ্য।

কেসিএনএ জানায়, দেশের জন্য হুমকি এবং শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বুধবারই জোড়া মিসাইলের সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দেয় ক্ষেপণাস্ত্রগুলো।

বার্তা সংস্থার প্রকাশিত ছবিতে দেখা যায়, গাঢ় জলপাই রঙের মিসাইলটি স্থাপন করা হয়েছে ট্রেনের ওপর। যা পার্বত্য একটি রেললাইন থেকে উৎক্ষেপণ করা হয়।

অন্যদিকে, নিরাপত্তা ঝুঁকির মুখে একইদিন সাবমেরিন থেকে উৎক্ষেপণে সক্ষম ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালায় দক্ষিণ কোরিয়াও। এ ঘটনায় আঞ্চলিক উত্তেজনা নতুনভাবে ছড়িয়েছে। এ বিষয়ে আজ বৈঠকে বসবেন চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে