Dr. Neem on Daraz
Victory Day

জাপানে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২১, ০১:০৫ পিএম
জাপানে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র

ছবি: সংগৃহীত

ঢাকাঃ দেড় হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি জাপানের প্রায় যেকোনো স্থানে আঘাত হানতে পারবে।

আজ সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।গত শনিবার এ ক্ষেপনাস্ত্রের প্রথম পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ধারাবাহিকভাবে পরের দিনও তা সফলভাবে চালায় দেশটি। নিজেদের সমুদ্রসীমার মধ্যেই সেগুলোর বিস্ফোরণ ঘটে। প্রতিটি দেড় হাজার কিলোমিটার পাড়ি দেয়।

এ ক্ষেপণাস্ত্র জাপানের প্রায় যেকোনো স্থানে আঘাত হানতে পারবে। ফলে উদ্বিগ্ন দেশটি। এদিন জাপানের প্রধান মন্ত্রিসভা সচিব কাতসুনোবু কাতো বলেন, ‘উত্তর কোরিয়া সফলভাবে দূরপাল্লার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর খবরে আমরা উদ্বিগ্ন। পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করব।’

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, ‘এতে উত্তর কোরিয়ার সামরিক খাতে গুরুত্ব দেয়ার বিষয়টি প্রমাণিত হলো।ফলে আমাদের মিত্র দেশগুলোর জন্য হুমকি স্পষ্ট হলো। তবে দক্ষিণ কোরিয়া ও জাপানকে রক্ষার প্রতিশ্রুতি অটুট থাকবে।’

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্তৃপক্ষের সঙ্গে গভীরভাবে বিশ্লেষণ করছে তারা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে