Dr. Neem on Daraz
Victory Day

ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আত্মঘাতী সাবমেরিন


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২১, ১১:৩০ এএম
ইসরায়েলের বিরুদ্ধে হামাসের আত্মঘাতী সাবমেরিন

ঢাকাঃ ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনে এবার বিশেষ নজর কেড়েছে দেশটির স্বাধীনতাকামী সামরিক বাহিনী হামাস। সমীক্ষা অনুযায়ী, হামাসের হাতেও অত্যাধুনিক ক্ষেপনাস্ত্র ও অস্ত্রের খবর পাওয়া গেছে।

জানা গেছে, হামাস ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে আত্মঘাতী সাবমেরিন ব্যবহার করছে। হামাসের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু না বলা হলেও ইসরায়েলি বাহিনী তা প্রকাশ করেছে।

দখলদার ইসরায়েল দাবি করছে, তারা বিমান হামলা চালিয়ে হামাসের একটি আত্মঘাতী সাবমেরিন ধ্বংস ও সেটি রিমোট কন্ট্রোলের সাহায্যে যে গাড়ি থেকে পরিচালনা করা হচ্ছিল, তাতেও আঘাত হেনে ক্রু অপারেটরদের হত্যা করেছে।

আকাশ থেকে নেয়া ছবিতে দেখা যায়, একটি গাড়িকে শনাক্ত করে তাতে আঘাত হানা হয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, 'জঙ্গিরা' এই গাড়ি থেকেই স্বয়ংক্রিয় সাবমেরিনটি পরিচালনা করছিল।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে