Dr. Neem on Daraz
Victory Day

করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০২১, ০৯:৪২ এএম
করোনায় আক্রান্ত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব

ঢাকাঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী মীরা ভট্টাচার্য। স্ত্রী মীরাকে হাসপাতালে ভর্তি করা হলেও বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মীরা ভট্টাচার্যকে।

বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা এখনো উদ্বেগজনক নয়। তিনি দীর্ঘদিনের সিওপিডির রোগী তাই তাকে বাড়িতে রেখে চিকিৎসা করাতে চাইছেন না তার দল ভারতের কমিউনিষ্ট পার্টির (সিপিএম) নেতারা।

তবে বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে যেতে রাজি নন বলেই জানিয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

করোনার কারণে দীর্ঘদিন ধরেই বুদ্ধদেব ভট্টাচার্য ও তার স্ত্রী তেমন বাড়ির বাইরে বের হন না। এবার ভোটও দিতে যাননি তিনি। গত কয়েকদিন ধরে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাদের করোনা পরীক্ষা করা হয় এবং মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে