Dr. Neem on Daraz
Victory Day

মন্ত্রিপরিষদের ৪৩ সদস্যের নাম ঘোষনা করলেন মমতা


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ১০, ২০২১, ০৯:০৬ এএম
মন্ত্রিপরিষদের ৪৩ সদস্যের নাম ঘোষনা করলেন মমতা

ঢাকাঃ মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন মমতা ব্যানার্জি। জয়ের পর মমতার নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ ‍অনুষ্ঠিত হবে সোমবার।

এদিন রাজভবনে তৃতীয় দফায় মমতা সরকারের ৩৪ জন পূর্ণমন্ত্রী শপথ নিবেন। প্রত্যাশিত মতোই পূর্ণমন্ত্রী হচ্ছেন অমিত মিত্র। অবশ্যই সবথেকে নজরকাড়া পূর্ণমন্ত্রী হচ্ছেন অখিল গিরি। যিনি শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের লিড ধরে রাখার অন্যতম কাণ্ডারী। তবে ঠাঁই হয়নি মদন মিত্রের।

মন্ত্রিসভায় নতুন সংযোজন-মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর ,অখিল গিরি, রত্না দে নাগ, বালুচিক বারিক, শিউলি সাহা, মনোজ তিওয়ারি ও বীরবাহা হাঁসদা। তালিকায় পূর্ণমন্ত্রী ২৪ ও প্রতিমন্ত্রী ১৯ রয়েছেন। এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন। সব মিলিয়ে ৪৩ জন শপথ নিচ্ছেন।  

কি থাকছে তালিকায়ঃ

পূর্ণমন্ত্রীঃ

সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিমচন্দ্র হাজরা, মানস ভুঁইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ পায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, গুলাম রব্বানি, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ ও সিদ্দিকুল্লা চৌধুরী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীঃ

বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যারানি টুডু, বুলু চিক বারিক, সুজিত বোস ও ইন্দ্রনীল সেন।

প্রতিমন্ত্রীঃ

দিলীপ মণ্ডল, আখরুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, ইয়াসমিন সাবিনা, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, অধিকারি পরেশ চন্দ্র ও মনোজ তিওয়ারি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে