Dr. Neem on Daraz
Victory Day

নতুন ভিসায় নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র


আগামী নিউজ | আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১, ১০:১৭ এএম
নতুন ভিসায়  নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

ছবি: আগামী নিউজ

ঢাকাঃ সাংবাদিক, অ্যাক্টিভিস্টসহ যারা তাদের লেখা-কাজের জন্য দেশ ছাড়তে বাধ্য হবেন, কোনো দেশের সরকারের হয়ে তাদের নির্যাতন, ক্ষয়ক্ষতি বা হুমকি দিলে সেই সব ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ হয়ে যাবে। খবর সিএনএন

দুই বছর আগে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অনুমোদন ছিল বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এই ঘোষণা দেওয়া হয়েছে।

ওই গোয়েন্দা প্রতিবেদনে হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজের অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করা হলেও নিষেধাজ্ঞার তালিকায় তার নাম রাখা হয়নি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সেই সব ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে, যারা কোনো দেশের সরকারের পক্ষে সাংবাদিক, অ্যাক্টিভিস্টদের ওপর নির্যাতন ও হয়রানি করবেন।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে