Dr. Neem on Daraz
Victory Day

মেক্সিকোর পানশালায় বন্দুক হামলায় নিহত ১১


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০, ০১:০২ পিএম
মেক্সিকোর পানশালায় বন্দুক হামলায় নিহত ১১

ছবি : সংগৃহীত

ঢাকাঃ মেক্সিকোর একটি পানশালায় বন্দুকারীর হামলায় ৪ নারীসহ ১১ জন নিহত হয়েছেন।

গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) গুয়ানাহুয়াতো রাজ্যের জেরাল দেল প্রোগ্রেসো শহরে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করে পডুলি।

স্থানীয় গণমাধ্যম বলছে, নিহত চার নারী বারটিতে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। তবে হামলার কারণ জানা যায়নি। গত জুলাইয়ের রাজ্যটির একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে বন্দুক হামলায় ২৪ জন নিহত।

গত কয়েকবছর ধরেই এই রাজ্যটিতে অপরাধ প্রবণতা বাড়ছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত গুয়ানাহুয়াতো রাজ্যে ৩৩৯ জন খুন হয়েছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে