Dr. Neem on Daraz
Victory Day

লাতিন আমেরিকা-ক্যারিবীয় অঞ্চলে মৃত্যু ৩ লাখ ছাড়াল


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০, ১২:৩৯ পিএম
লাতিন আমেরিকা-ক্যারিবীয় অঞ্চলে মৃত্যু ৩ লাখ ছাড়াল

ছবি : সংগৃহীত

ঢাকাঃ করোভাইরাসে মৃত্যুর সংখ্যায় আরও একটি লাখের কোটা স্পর্শ করল লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল। বার্তা সংস্থা এএফপি’র নিজস্ব হিসেব মতে, মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ৩ লাখ ছাড়ায়।

লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে মৃত্যুর তালিকায় একক দেশ হিসেবে শীর্ষে আছে ব্রাজিল, ১ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের তালিকায়ও শীর্ষে ওই অঞ্চলের বৃহত্তম দেশটি, ৪১ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে।

করোনায় বৈশ্বিক মৃত্যুর তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়, আক্রান্তে তৃতীয়। উভয় তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র।

লাতিন ভাষী দেশগুলোর মধ্যে মৃত্যুতে ব্রাজিলের পরেই রয়েছে মেক্সিকো, ৬৮ হাজার ৪০০। আক্রান্তেও দ্বিতীয়স্থানে আছে দেশটি।

মৃত্যুতে তৃতীয়স্থানে পেরু, ৩০ হাজার ছুঁই ছুঁই। দেশটিতে প্রতি ১ লাখে আক্রান্তের মধ্যে মৃত্যুর সংখ্যা ৯ হাজার ৩২৮ জন, যা ওই অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

আক্রান্তের তালিকায় লাতিন ও ক্যারিবীয় অঞ্চলে পেরুর অবস্থান দ্বিতীয়; ৬ লাখ ৯১ হাজার।

আগামীনিউজ/এএইচ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে