Dr. Neem on Daraz
Victory Day

বসন্তোৎসবে তরুণীদের পিঠে অশ্লীল লেখা, ভিসির পদত্যাগ


আগামী নিউজ | নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ৭, ২০২০, ০১:৩২ পিএম
বসন্তোৎসবে তরুণীদের পিঠে অশ্লীল লেখা, ভিসির পদত্যাগ

ঢাকা : পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব নিয়ে সৃষ্ট বিতর্কের নৈতিক দায় মাথায় নিয়ে পদত্যাগ করলেন প্রতিষ্ঠানটির উপাচার্য সব্যসাচী বসু রায় চৌধুরী।

শুক্রবার (০৬ মার্চ) রাতে তিনি নিজের পদত্যাগপত্র রাজ্যপাল জগদীপ ধনকড় ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পাঠান। যদিও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তিনি এখনও উপাচার্যের পদত্যাগপত্র পাননি।

প্রসঙ্গত, ৫ই মার্চ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে কয়েকজন শিক্ষার্থী রবীন্দ্রনাথের একটি গানের কলিকে পিঠে লিখে ঘুরে বেড়ায়, যেখানে কিছু অশ্লীল শব্দও ছিল। এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে। 

আগামীনিউজ/মিজান 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে