Dr. Neem on Daraz
Victory Day

করোনার জন্য বিয়ে পেছানো চিকিৎসকের মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক   প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২০, ০৭:৪৫ পিএম
করোনার জন্য বিয়ে পেছানো চিকিৎসকের মৃত্যু

করোনা আক্রান্তদের সেবার জন্য নিজের বিয়ে পিছিয়ে দিয়েছিলেন চীনের এক চিকিৎসক। এবার সেই চিকিৎসকই ভাইরাসে আক্রান্ত হয়ে মুত্যুবরণ করলেন।

পেং শিনহুয়া নামে এই তরুণ চিকিৎসক সম্প্রতি খবরে উঠে এসেছিলেন তার বিয়ে পিছিয়ে দিয়ে। করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যস্ত ডাক্তার এখন বিয়ে করে সময় নষ্ট করতে চাননি। বিয়ে আর করা হলো না তার। করোনাভাইরাসই প্রাণ কেড়ে নিল ওই তরুণ চিকিৎসকের।

চিনের জিয়াংজিয়া জেলার ফার্স্ট পিপল হাসপাতালে রেসপিরেটরি ও ক্রিটিকাল কেয়ার ইউনিটে কাজ করতেন পেং শিনহুয়া। করোনা আক্রান্তদের চিকিৎসা করতে করতে নিজেও এই ভাইরাসে আক্রান্ত হন তিনি। গত ২৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন তিনি। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মৃত্যু হয় তার।

এদিকে চীনের জেলগুলোতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। চীনের বিভিন্ন জেলে ইতোমধ্যেই ১ হাজার ১০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৬ জনে।

আগামীনিউজ/নুসরাত

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে