Dr. Neem on Daraz
Victory Day
লিবিয়ার উপকূলে

নৌকা ডুবিতে ১৫ জনের মৃত্যু


আগামী নিউজ | আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০, ০১:২৭ পিএম
নৌকা ডুবিতে ১৫ জনের মৃত্যু

সংগৃহীত

লিবিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

এই প্রসঙ্গে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইওএম) লিবিয়া প্রধান ফেদারিকো সোদা টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, মাছশিকারিদের সহযোগিতায় জীবিত উদ্ধার হওয়া পাঁচ জনের ভাষ্য অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) লিবিয়ার সাব্রাথা উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবিতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে।

আইওএমের লিবিয়া শাখার প্রধান আরও বলেন, গত রাতে কোস্ট গার্ড আরও ৭০ জনের বেশি অভিবাসন প্রত্যাশীকে আটকিয়ে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা স্বৈরশাসক মোয়াম্মার গাদ্দাফি ন্যাটো সমর্থিত আন্দোলনে ২০১১ সালে ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় সহিংসতা লেগেই রয়েছে। এতে দেশটি ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

ভূমধ্যসাগর হয়ে চরম ঝুঁকি নিয়ে ইউরোপের কোনো দেশে চলে যাওয়ার চেষ্টা চালানো অভিবাসন প্রত্যাশীদের কাছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।

আইওএমের তথ্য অনুযায়ী, লিবিয়ার কোস্ট গার্ডরা চলতি বছরের এ পর্যন্ত প্রায় ১০ হাজার অভিবাসন প্রত্যাশীকে সাগরে আটকে রেখে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে।

আগামীনিউজ/এএস

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে