Dr. Neem on Daraz
Victory Day
আফগানিস্তানে

মাদরাসায় বিমান হামলা, নিহত ১১ শিশু


আগামী নিউজ প্রকাশিত: অক্টোবর ২২, ২০২০, ০৫:২৫ পিএম
মাদরাসায় বিমান হামলা, নিহত ১১ শিশু

ছবি: সংগৃহীত

ঢাকাঃ আফগানিস্তানে একটি মাদ্রাসায় বিমান হামলায় ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন মাদ্রাসাটির শিশু শিক্ষার্থী এবং বাকিজন তাদের নামাজের ইমাম।

বিবিসি জানায়, উত্তর আফগান প্রদেশ তাকারের রাজধানী তালুকান শহরের কাছেই হাজারা কুরলুক গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

তবে আফগান সরকারের দাবি, ওই হামলা ১২ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

প্রদেশটিতে তালেবান হামলায় ৩০ জনের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর এ বিমান হামলা চালানো হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত মসজিদে ওই বিমান হামলা হয়। সেসময় নামাজের ইমাম ও শিশুরা মসজিদটিতে ছিল। এ হামলায় আহত হয়েছে আরও ১৪ জন।

হাসপাতালের চিকিৎসকেরা জানান, হতাহতদের অধিকাংশই শিশু। তবে মাদ্রাসায় হামলা এবং শিশু হতাহতের খবর 'ভুয়া' বলে জানিয়েছে আফগান সরকার। যদিও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আফগানিস্তানে শান্তিচুক্তি নিয়ে মার্কিন সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা চলাকালীন গত কয়েক সপ্তাহে আফগান সরকার ও ইসলামি সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছে।

আগামীনিউজ/এএইচ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে