Dr. Neem on Daraz
Victory Day

ভারতে করোনায় একদিনে সর্বাধিক ১২৯০ জনের মৃত্যু


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২০, ১০:৫৮ এএম
ভারতে করোনায় একদিনে সর্বাধিক ১২৯০ জনের মৃত্যু

ছবি সংগৃহীত

ঢাকাঃ আজ বুধবার (১৬ সেপ্টেম্বর)ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ২৯০ জন মারা গেছেন, যা একদিনে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৮২ হাজার ৬৬ জন।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৯০ হাজার ১২৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫০ লাখ ২০ হাজার ৩৫৯। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৪২ হাজার ৩৬০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮২ হাজার ৯৬১ জন। সুস্থতার হার ৭৮ দশমিক ২৮ শতাংশ।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৩০ হাজার ৪০৯ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৫০২ জন, কর্ণাটকে ৭ হাজার ৪৮১ জন, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৪১ জন, দিল্লিতে ৪ হাজার ৮০৬ জন এবং উত্তরপ্রদেশে ৪ হাজার ৬০৪ জন।

করোনা ভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

আগামীনিউজ/জেহিন

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে