Dr. Neem on Daraz
Victory Day

লাদাখে মোদীর আকস্মিক সফর


আগামী নিউজ | আর্ন্জাতিক নিউজ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩, ২০২০, ০১:৩৩ পিএম
লাদাখে মোদীর আকস্মিক সফর

ভারত-চীন সীমান্তের থমথমে পরিস্থিতি ঘুরে দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফর ভারতীয় সেনার মনোবলতো বাড়াবে, একই সঙ্গে সীমান্তের ওই দুর্গম এলাকাতে তার পৌঁছে যাওয়ার খবর চীনকেও কড়া বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতি অনুসারে, দুর্গম নিমু অঞ্চলেও ঘুরে বেড়িয়েছেন মোদী।
শুক্রবার খুব ভোরে ওই এলাকায় পৌঁছে যান বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে। সেখানে তিনি পদাতিক সেনা, বায়ুসেনা এবং আইটিবিপি (ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ) -এর কর্মীদের সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলছেন।

১৫ জুন ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক কর্নেল সহ মোট ২০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সেই ঘটনার প্রসঙ্গে মন কি বাত অনুষ্ঠানে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী। আর এবার সরাসরি লাদাখের সেনাঘাঁটিতে পা রেখে যেন আরও পরিষ্কারভাবে ভারতের আপোষহীন মনোভাব ফুটিয়ে তুললেন মোদী। 

আগামীনিউজ/এসপি
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে